কোটচাঁদপুর সরকারি হ্যাচারিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের ম্যানেজার ও ফিসারম্যানের যোগসাজসে অবৈধ পন্থায় সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সকালে সরকারি এ হ্যাচারির পুকুর থেকে বড় সাইজের পোনা মাছ ধরে সরকারি রশিদ ছাড়াই পাশের বাঁওড়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেন। তখন সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরে মাছ সেই পুকুরেই ছেড়ে দেওয়া হয়েছে।
বলুহর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জুয়েল একই গ্রামের মালেক ম-লের ছেলে শরিফুল ও বলুহর স্ট্যান্ডপাড়ার আব্দুর রহমানের ছেলে সাইদুর বলেন, হ্যাচারি ম্যানেজার আশরাফুল ইসলামকে সম্প্রতি ওই প্রতিষ্ঠানের ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। ম্যানেজার যোগদান করার আগেই সাবেক দায়িত্বরত ম্যানেজার আশরাফুল ইসলাম হ্যাচারির পুকুর থেকে চোরাই পথে মাছ পাশের বলুহর বাঁওড়ে বিক্রি করে দেন। যা আমরা হাতেনাতে ধরে সেই পোনা মাছ আবারো হ্যাচারির পুকুরে ছেড়ে দিই।
হ্যাচারির মাস্টাররোলের গার্ড হাবিবুর রহমান ও গার্ড নজরুল ইসলাম অভিযোগ করেন, হ্যাচারির পুকুরে পোনা মাছের খাবার ঠিকমত দেওয়া হয় না। পুকুরের মাছ হয়ে গেছে কঙ্কালসার। অথচ মাছের খাবার গুদামজাত করে রাখা হয়েছে। তারা বলেন, কিছুদিন আগে বেশ কয়েক বস্তা মাছের খাবার বাইরে বিক্রি করে দেন হ্যাচারির ফিসারম্যান মিজানুর রহমান। অথচ হ্যাচারির ম্যানেজার আশরাফুল ইসলাম ও ফিসারম্যান মিজানুর রহমান মাছের খাবার চুরির বিষয়ে আমাদের দোষারোপ করেছেন।
হ্যাচারি ম্যানেজার আশরাফল ইসলাম জানান, অভিযোগকারীরা দীর্ঘদিন ধরে সরকারি হ্যাচারিটিকে তাদের কব্জায় নেওয়ার জন্যে এমন কোন চেষ্টা নেই যা তারা করেননি। গত ৫ আগস্টের পর থেকে তারা প্রকাশ্য সরকারি কাজে বাধা দানের মত ঘটনা ঘটিয়ে আসছে।