তিন মাস ধরে নিখোঁজ ঝিকরগাছার শান্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নিখোঁজের ৩ মাসেও সন্ধান মেলেনি ফয়সাল আহম্মেদ শান্ত (২৪) নামের এক যুবকের। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকার্ত হয়ে পড়েছেন। নিখোঁজ ফয়সাল আহম্মেদ শান্ত ঝিকরগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ডের কীর্তিপুর কমিশনারপাড়ার রবিউল ইসলামের ছেলে।

তার পিতা রবিউল ইসলাম এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি জিডি করেছেন। থানায় করা জিডি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী ফয়সাল আহম্মেদ শান্ত মোবাইল ফোনের মাধ্যমে নাটোর জেলার লালপুর থানার কেশবপুর গ্রামের দুই সন্তানের মা মাকছুরা খাতুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর জের ধরে পিতা-মাতাকে না জানিয়ে গত ৭/৮মাস আগে গোপনে দেশে এসে নাটোরে মাকছুরা খাতুনের কাছে যান শান্ত। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে শার্শা উপজেলার নাভারণে একটি বাসা ভাড়া নিয়ে কয়েকমাস সংসার করেছেন

একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে স্ত্রী মাকছুরা খাতুন পিতার বাড়ি নাটোরে ফিরে যান। গত ২ জুলাই শান্ত তার স্ত্রী মাকছুরাকে ফিরিয়ে আনতে নাটোরে যান। পরদিন ছেলের মোবাইল ফোন বন্ধ পেয়ে শান্তর পিতা রবিউল ইসলাম তার ছেলের স্ত্রী মাকছুরা খাতুনের সাথে যোগাযোগ করেন। তখন তাকে বলা হয়, তার ছেলে সেখানে যাননি। সেই থেকে শান্তর মোবাইল ফোন বন্ধ রয়েছে। শান্তর পিতা ইতোমধ্যে ছেলের খোঁজে নাটোরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া নিজের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এদিকে পিতা-মাতা একমাত্র ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তার মা বর্তমানে শয্যাশায়ী।

বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তর পিতা রবিউল ইসলাম ঝিকরগাছা প্রেস ক্লাবে এসে ছেলেকে ফিরে পেতে সংবাদকর্মীদের মাধ্যমে আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।