যশোর পৌরসভার ৪৩টি মন্দিরে অর্থ বিতরণ

0

স্টাফ রিপোর্টার ।। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে যশোর পৌরসভায় বিভিন্ন মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা ও অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভা ও অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। মতবিনিময় বক্তৃতা করেন পৌরসভার প্রধান নির্বার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন,নির্বাহী প্রকৌশলী শরীপ হাসান,প্যালেন মেয়র মোকছিমুল বারী অপু,কাউন্সিলর শেখ রোকেয়া পারিভীন ডলি, রাশেদ আব্বাস রাজ, নাছিমা আক্তার জলি,রাজিবুল আলম,হিসাব রক্ষণ কর্মকর্তা রবিন্দ্র নাথ রাহ.সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন,পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন,প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু,হিসাব রক্ষক মোহাম্মদ হান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংক দাস রতন,সাধারণ সম্পাদক তপন ঘোষ, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ,দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়,সহদপ্তর সম্পাদক দুর্গাপদ দেবনাথ,সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সাহা প্রমুখ।

পরে ৪৩ টি মন্দির কমিটির হাতে(প্রতি মন্দিরে) ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ৫৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।