যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার আসামি শফিয়ার রহমানকে গত বৃহস্পতিবার আটক করেছেন র‌্যাব সদস্যরা। তিনি সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলী গাজীর ছেলে এবং চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক।

পুলিশ জানায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি শফিয়ার রহমানকে গত বৃহস্পতিবার দুপুরে শহরতলীর পুলেরহাট থেকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান আটক শফিয়ার রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

তদন্ত কর্মকর্তা এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপন করে রয়েছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শেখ হাসিনার পতনের একদিন আগে গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের ক্যাডাররা শহরের লালদীঘির পশ্চিম পাড়স্থ জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এম এ গফুর ৬৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।