আজ চৌগাছা বিএনপিতে নেতা নির্বাচনের ভোট

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আজ শনিবার চৌগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। চৌগাছার ডিভাইন সেন্টারে সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে। ভোট গ্রহণের জন্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ঠরা। ১১টি ইউনিয়নের ৭৮১ জন ভোটার তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত নেতা নির্বাচনের এই ভোট বিএনপিসহ ভিন্ন দলের ভেতর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
আগস্টের ২৭ তারিখে চৌগাছা বিএনপির নেতা নির্বাচনের দিন ছিল। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের কারণে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পুনরায় ৭ সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। ভোটের তারিখ ঘোষণার পর দুই প্যানেলের ৮ জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। জহুরুল-ইউনুস ও সালাম-হাসান প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
জহুরুল প্যানেলে সভাপতি প্রার্থী জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, সাংগঠনিক সম্পাদক প্রার্থী বিএম আজিম উদ্দিন ও মো. শরিফুল ইসলাম।
অপরদিকে সালাম প্যানেলে সভাপতি প্রার্থী এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান।