মেহেদির রঙ না মুছতেই লাশ হলেন নববধূ

0

নড়াইল সংবাদদাতা॥ মেহেদির রঙ মুছতে না মুছতেই নববধূ আফসানা খানমকে (১৮) হত্যার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের দেবী গ্রামে।ভালোবেসে বিয়ের মাত্র দুসপ্তাহের মাথায় নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে দেবী গ্রামের বাসিন্দা বাহারুলের বাড়ি থেকে নববিবাহিত স্ত্রী আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গত ১৫ দিন আগে উপজেলার দেবী গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোহাম্মদ বাহারুলকে ভালোবেসে বিয়ে করেন শুলটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে আফসানা খানম। বিয়ের পরই আফসানার সাথে তার স্বামী, শাশুড়ী খুব খারাপ আচরণ শুরু করেন। যৌতুকের জন্যে চাপ দিতে থাকেন।মৃত নববধূর স্বজনদের দাবি আফসানাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।
মৃতের চাচা স্বপন মোল্যা, দুলাভাই সাগর বলেন,আফসানার শ্বশুরবাড়ির লোকজন আমাদের খবর দেয় সে অসুস্থ।আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই। গলায় দাগের চিহ্ন রয়েছে।
অপরদিকে স্বামী বাহারুল ও পরিবারের সদস্যদের দাবি আফসানা আত্মহত্যা করেছে। লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।