রামপালে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলার কুমলাই গ্রামের আওয়ামী সন্ত্রাসী রিয়াদ হাওলাদার ও জিয়াদ হাওলাদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে একটি পরিবার। তাদের বিরুদ্ধে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ভুক্তভোগী সুমন হাওলাদার সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার প্রেস ক্লাব রামপাল কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলার কুমলাই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ২০ আগস্ট বাড়িতে প্রবেশ করে উল্লিখিত ব্যক্তিরা আমার প্রতিবন্ধী ছেলেকে মারধর করে। ঘরের মালামাল ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। আমি নিরুপায় হয়ে হামিদের দুই পুত্র রিয়াদ ও জিয়াদসহ তার মা রেবা বেগমের নামে আদালতে মামলা করি। আদালত রামপাল থানাকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াদ ও জিয়াদ আবারো গত রোববার দুপুরে বাড়িতে হামলা করে। রাতে তারা আমার খামারের ৭ শ মুরগি নিয়ে যায়। এ ঘটনায় আমরা কোনো প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছি। আমরা পুলিশ ও সেনাবাহিনীর জোর হস্তক্ষেপ কামনা করছি।