বিশ্ব এইডস দিবস উপলক্ষে যশোরে র‍্যালি অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার।। “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি ‘ প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ৯ টায় যশোর ২৫০শয্যা হাসপাতালে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত, এইডস প্রকল্পের ফোকাল পার্সন ডা. কানিজ ফাতেমাসহ হাসপাতালে চিকিৎসক সেবিকা ও কর্মচারীরা র‍্যালিতে অংশ নেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতাল এ র‍্যালির আয়োজন করে। তবে বেড এইডস দিবস উপলক্ষে এবার কোন আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।

সূত্র জানিয়েছেন, সরকারি বরাদ্দ না থাকায় অন্যান্য বারের মতো এবার ঘটা করে এবার তেমন কোন আয়োজন করা হয়নি।