মোংলায় বিষ প্রয়োগ করা মাছের তৈরি ২২ বস্তা শুঁটকি উদ্ধার, আটক ২

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে কীটনাশক প্রয়োগ করে শিকার করা মাছের শুঁটকি পাচারের দায়ে দুইজনকে আটক করেছে বনবিভাগ। গত শুক্রবার বিকেলে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন চিলা বাজার এলাকায় বেল্লাল সরদারের গোডাউনে অভিযান চালিয়ে এ দুই শুঁটকি মাছ পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বস্তা শুঁটকি জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বনআইনে মামলা দায়ের করে বনবিভাগ। আটকরা হলেন, খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর ছেলে কামরুল গাজী (২৯) ও কয়রা উপজেলার মমিন শাহের ছেলে ইকবাল হোসেন (২৪)। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মোংলার চিলা বাজারের বেল্লাল সরদার ও বেলায়েত সরদারের গুদাম থেকে ২২ বস্তা অবৈধ চিংড়ি শুঁটকি জব্দ করে বনরক্ষীরা।