শ্যামনগরে বাঘের চামড়াসহ দুই ব্যক্তি আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরে বাঘের চামড়াসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার হরিনগর (সিংহড়তলী) গ্রামে সুরাত শেখের বাড়িতে অভিযান চালিয়ে চামড়াসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুই জন হলেন হরিনগর গ্রামের সুরাত শেখের ছেলে হাফিজুর শেখ ও মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ।
র‌্যাব-৬, সাতক্ষীরার কমান্ডিং অফিসার (সিও) মেজর জি.এম ডালিম হোসাইন খান বলেন, সুরাত শেখের বাড়িতে বাঘের চামড়া সংরক্ষিত আছে এমন খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘরের ভিতরে বিশেষভাবে রক্ষিত ১টি বাঘের চামড়াসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।