বর্ধিত পানির বিল বাতিলসহ চার দফা দাবিতে যশোর পৌরসভা প্রশাসককে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ বর্ধিত পানির বিল বাতিলসহ চার দফা দাবিতে যশোর পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর পৌর নাগরিক কমিটি। বৃহস্পতিবার তারা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, পৌর কর্তৃপক্ষ একতরফাভাবে আগস্ট মাস থেকে পানির বিল বৃদ্ধি করেছে বিদ্যুতের মূল্য বৃদ্ধির অজুহাতে। কিন্তু পৌরসভার পানি অস্বাস্থ্যকর এবং তার কোন গতি নেই। প্রয়োজন অনুযায়ী পানি না পেলেও বিল দিতে বাধ্য করা হচ্ছে। সেবা না দিয়ে অযৌক্তিকভাবে শতকরা ১০ ভাগ কর নেওয়া হচ্ছে। পৌরবাসীর বারবার আপত্তি করা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ এই জুলুম করছে। এমতাবস্থায় বর্ধিত পানির বিল নাগরিকদের পক্ষে দেওয়া অসম্ভব। পৌরসভা যেমন ইচ্ছা তেমনভাবে হোল্ডিং কর অল্প অল্প বাড়িয়ে গোপন রফার মাধ্যমে কর পুনঃনির্ধারণ করছে। যা নিয়ে পৌরসভার সদ্য সাবেক মেয়র ও তার কর্মচারীরা দুর্নীতি করেছেন। পৌর কর্তৃপক্ষ খাতওয়ারী দুর্নীতির সাথে যুক্ত। তদন্ত করলেই তা বেরিয়ে আসবে। দুর্নীতির সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় পৌর নাগরিক কমিটি চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, বর্ধিত পানির বিল বাতিল করতে হবে। পৌর নাগরিক কমিটির সাথে আলোচনা করে হোল্ডিং কর পুনঃনির্ধারণ করতে হবে ও কর নির্ধারণে দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। চলাচলের অনুপযোগী রাস্তাসমূহ দ্রুত সংস্কার করতে হবে ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পানি সংযোগকে ঐচ্ছিক এবং সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা চালু করতে হবে।
এক মাসের মধ্যে দাবিসমূহের ক্ষেত্রে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটি যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সদস্য অধ্যাপক মফিজুর রহমান, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাজিমউদ্দিন, শেখ আলাউদ্দিন, এসএ নাসির শেফার্ড, শুকুর আলী, মো. কামরুজ্জামান, এমদাদুল হক দুলাল, লিয়াকত হোসেন, ইকবাল খান, আশরাফুল রহমান বুলবুল, বুলবুল খোকন, হাসান হাফিজুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।