ত্রাণের জন্য বানভাসিদের হাহাকার

0

লোকসমাজ ডেস্ক ।। ভারতীয় ঢলের পানি ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা। এমন বন্যা এর আগে দেখে নি এ এলাকার বাসিন্দারা। নানা পদে হয়রানির স্বীকার হতে যাচ্ছে তাদের। ডাকাতির ভয়ে কেউ আবার নিরাপদ আশ্রয়ে না গিয়ে রয়েছেন বাড়িতে। আর বন্যার্তদের সহায়তায় দেশবাসী এক হয়ে যেভাবে ত্রাণ নিয়ে ছুটছেন কুমিল্লা জেলার বুড়িচংয়ে। সেভাবে ত্রাণ মিয়ে যাচ্ছে না কুমিল্লার দক্ষিণ অঞ্চলের। এতে বানভাসিদের মধ্যে দেখা দিয়েছে হাহাকার।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার দক্ষিণ অঞ্চল নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম ও চৌদ্দগ্রাম। তার মধ্যে চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলার বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তুলনামূলক স্থানীয় ভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে ত্রাণ পাচ্ছেন তারা। কিন্তু নাঙ্গলকোট ও মনোরঞ্জন তার উল্টো। বৃষ্টি কমলেও এখনো পানিতে তলিয়ে আছে । এতে পানিবন্দি রয়েছে অন্তত ৩ লাখ মানুষ। তাই ওই সব এলাকায় বানভাসীর মধ্যে চলছে ত্রাণের হাহাকার।দেখা যায়, জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলাই বানের পানিতে নিমজ্জিত। পানিবন্দি অন্তত ৮ লাখ মানুষ। এসব উপজেলার মধ্যে সারাদেশ থেকে ত্রাণ ও উদ্ধার কর্মীরা দাউদকান্দি, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এলাকায় বেশি প্রবেশ করছেন। ত্রাণ পাচ্ছেন না পানিবন্দি নাঙ্গলকোট, লাকসামের কিছু এলাকা ও মনোহরগঞ্জ উপজেলার লাখ লাখ পানিবন্দি মানুষ।