খুলনায় খালেক, মন্নুজান, কামাল, রানা ও সাইফুলসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

0

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, দলের মহানগর সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানা, সদর থানা সভাপতি অ্যাড. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নাম উল্লেখপূর্বক ১৩৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
খালিশপুর থানা বিএনপির ৭নং ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় বুধবার মহানগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নগরীর ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ। ২০২২ সালের ২৭ আগস্ট এ হামলার ঘটনা ঘটে। খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।