ঝিকরগাছায় জমির বিরোধে হামলা ও লুটপাট

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার পল্লীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোধখানা গ্রামে।
রোববার ভুক্তভোগী উপজেলার বোধখানা গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন হোসেন জানিয়েছেন, প্রতিবেশী মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হালিমের সাথে তার দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার ভোরে প্রতিবেশী শাহিন, হালিম, আবু তাহেব, রুবেল, সাকিল, তুহিন, মোরশেদ, ইস্রাফিল, শহিদুলসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল খালেকের বাড়িতে গিয়ে ৫ লাখ টাকার চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় খালেকের ওপর হামলা চালিয়ে তাকে জখম করা হয়। ঠেকাতে গেলে তার বোনও হামলার শিকার হন। এছাড়া সন্ত্রাসীরা শাবল, কোদালসহ দেশীয় অস্ত্র দিয়ে খালেকের শোয়ার ঘর, রান্নাঘর, গোয়ালঘর, কাঠ রাখার ঘর, টয়লেট ও বাড়ির সিমানা প্রাচীর ভাংচুর করে। তারা নগদ ৬০ হাজার টাকা, ৫টি সোনার আংটি, একটি সোনার চেইন, একজোড়া সোনার বালা, ৩ জোড়া সোনার কানের দুল নিয়ে যায়।