কেশবপুরে বিএনপির শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়ন ও পৌর ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক,আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ককে নিয়ে এক জরুরি সভা কেশবপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত সভায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রীতি ও শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ। পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর সুমন প্রমুখ। সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের গাড়ি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল কবীর মিলটনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।