খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে ঘরে ঘরে নারী ও শিশুদের দোয়া-রোজা 

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে যশোর জেলায় সব শ্রেণি-পেশার মানুষ প্রাণখুলে দোয়া করছেন। এর ধারাবাহিকতায় গত রোববার শহরের কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্মরণকালের অন্যতম বৃহত্তম দোয়া মাহফিলের আয়োজন হয়।

এ ছাড়া বাঘারপাড়া, চৌগাছা, শার্শা, মনিরামপুরসহ বিভিন্ন উপজেলাতেও পৃথকভাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

তবে এসব গণজমায়েতের বাইরেও গত কয়েক দিন ধরে ঘরে ঘরে বিশেষ করে নারীদের মধ্যে দোয়া, নফল রোজা ও নফল নামাজ পালনের ব্যতিক্রমী চিত্র চোখে পড়ছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সব বয়স ও শ্রেণির মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইবাদতে যুক্ত হচ্ছেন।

যশোর সদর, বাঘারপাড়া, কেশবপুর, মনিরামপুর, চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলায় প্রতিদিন অসংখ্য পরিবারে নারীদের নফল রোজা রাখার খবর মিলছে। অনেক নারী বাড়িতে বসে কুরআন তিলাওয়াত, দোয়া-মুনাজাত, মিলাদ এবং নফল নামাজে অংশ নিচ্ছেন। স্থানীয়দের মতে, এসব উদ্যোগ কোনো সংগঠনের নির্দেশে নয়; মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ থেকেই সৃষ্টি হয়েছে এই ধর্মীয় পরিবেশ।

বাঘারপাড়ার রায়পুর এলাকার গৃহিণী রেহানা বেগম বলেন, আমরা রাজনীতিতে তেমন যাই না। কিন্তু একজন মানুষ অসুস্থ, এটা মানবিক ব্যাপার। আমরা সবাই মিলে দোয়া করছি। আমার ছেলে-মেয়েও আজ নফল রোজা রেখেছে।

শিশুরাও এই দোয়া-ইবাদতের অংশ হয়ে উঠেছে। বিভিন্ন মাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবেঁধে সূরা ইয়াসিন পাঠ, নফল নামাজ ও বিশেষ মুনাজাতে অংশ নিচ্ছে। অভিভাবকদের মতে, এটি শিশুদের মধ্যে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলছে।

রোববারের যশোর কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত দোয়া মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি শহরজুড়ে আলোচনার জন্ম দেয়। কয়েক হাজার মানুষ এতে অংশ নিতে আসেন। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে একাত্মভাবে উপস্থিত থাকতে দেখা যায়।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, খালেদা জিয়ার জন্য দোয়া করা এখন কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা মানবিক দায়িত্ব। মানুষ নিজ নিজ থেকেই দোয়া করছেন, কোনো ডাক বা নির্দেশে নয়।

এ ছাড়া জেলার প্রায় প্রতিটি মসজিদে ফজর, মাগরিব ও এশার পর বিশেষ মুনাজাত হচ্ছে। অনেক মসজিদে মাদরাসার ছাত্ররা আলাদা ভাবে দোয়া করছেন।

যশোরে নারী, শিশু এবং সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত দোয়া-রোজার ঘটনা সাম্প্রতিক সময়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে খুব কমই দেখা গেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, এটি মানবিক সংহতির একটি স্পষ্ট প্রকাশ, যেখানে রাজনীতি নয়, মানুষের মানুষের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধই মুখ্য হয়ে উঠেছে।