অভয়নগরে একদফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের বেঙ্গলগেট এলাকার যশোর-খুলনা মহাসড়কের ওপরে ছাত্র, শিক্ষক, অভিবাবক ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে চার ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নওয়াপাড়া বেতার এলাকা থেকে শুরু করে মহাসড়কের বেঙ্গলগেট এলাকা প্রদক্ষিণ করেন তারা। প্রায় ২ ঘণ্টা মিছিল করে ফের ওই গেটে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজার অভিমুখে যেতে চাইলে বাধার মুখে পড়ে। এ সময় দুবৃত্তরা নওয়াপাড়া হাইওয়ে থানা ভাঙচুর করে। এতে ভবনের সামনের সাইনবোর্ড, গ্লাস ও পুলিশের টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে একই সময়ে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নেন। পরে কার্যালয়ের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উপজেলার নওয়াপাড়া বাজার জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্কতার সাথে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই অবস্থান। সরকার পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রবিউল ইসলাম, রহিম হোসেন, রাসেল হোসেন, সজল হাসান ও আব্দুর রহমান প্রমুখ। আজ সোমবার সকালে পুনরায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।