মনিরামপুরে জালিয়াতি করে শিক্ষক নিয়োগ কার্যক্রম অবশেষে স্থগিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুরে জালিয়াতি করে গোপনে ডাঙ্গামহিষদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম অবশেষে স্থগিত করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীর চাপের মুখে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বুধবার বিকেলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে এক সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে জনরোষ থেকে রক্ষা পেতে প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার ভাই সভাপতি আনারুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া-পাড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ২০১৫ সালের পর থেকে নিয়মিত কমিটি গঠন করা হয়নি। তবে মামলা নিষ্পত্তির পর যশোর শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ছয় মাসের জন্যে এডহক কমিটির সভাপতি করা হয় প্রধান শিক্ষক মিজানুর রহমানের ছোটভাই আনারুল ইসলামকে। কিন্তু এরপর আর নিয়মিত কমিটি গঠন করা হয়নি। ফলে প্রতিমাসে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা বেতন উত্তোলন করে আসছেন। সর্বশেষ জুন মাসের বেতনশিটে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রতিস্বাক্ষর করেন ১০ জুলাই তারিখে।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মিজানুর রহমান জালিয়াতির মাধ্যমে তার ছোটভাই আনারুল ইসলামকে সভাপতি করে কতিথ নিয়মিত কমিটি গঠন করেন। এ কমিটিতে সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে তারা কেউ এ বিষয়ে অবহিত নন। গত ২৭ জুলাই বিকেলে গোপনে কথিত নিয়োগ বোর্ডে প্রধান শিক্ষকের চাচাত শ্যালক বিল্লাল হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়। আর এ বিষয়টি জানাজানি হলে এলাকায় হৈচৈ পড়ে যায়। বুধবার দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ক্ষোভ প্রকাশ করে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, নিয়োগ কার্যক্রম স্থগিত করে দুই কর্মদিবসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, ইউএনওর নিদের্শে ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম স্থগিত করে সংশ্লিষ্টদের কাছে অফিসিয়ালি চিঠি প্রেরণ করা হয়েছে। তদন্তের পর যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে।