চৌগাছা বিএনপির কমিটি গঠনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির (সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক) শীর্ষ চারটি পদের নির্বাচনে নেতৃত্ব প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।
চারটি পদের মধ্যে সভাপতি পদে এম এ সালাম ও জহুরুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মাসুদুল হাসান ও ইউনুস আলী দফাদার এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে আলী বুদ্দিন খান, মোস্তাফিজুর রহমান, বিএম আজিম উদ্দিন ও শরিফুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।