যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সম্মানিত সদস্য অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব ও জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সম্মানিত সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন খোকন।
জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান, সহসভাপতি রবিউল ইসলাম, রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, অর্থ সম্পাদক জায়েদ মো. খালেদ প্রমুখ।