কোটা সংস্কারের দাবিতে যশোর মুজিব সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশের ন্যায় যশোরেও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের মুজিব সড়কের প্রেসক্লাব যশোরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় কুমিল্লায় কোটা বিরোধী বিক্ষোভে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার ঢাকার কর্মসূচি থেকে শুক্রবার সারা দেশে বিকেল তিনটের পর বিক্ষোভের ডাক দেওয়া হয়। এরই ধারবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকেল তিনটের পর তারা বিক্ষোভ করেন। পরে তারা শহরের মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। প্রায় আধাঘন্টা ধরে তারা মুজিব সড়কে অবরোধ করেন। এ সময় কুমিল্লায় কোটা বিরোধী বিক্ষোভে পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
পরে সড়ক থেকে সরে গিয়ে পাশে মানবপ্রাচীর গড়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় কুমিল্লার হামলার ঘটনায় এক মিনিট নিরবতা পালন করেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সারা দেশে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কোথাও কোনো সহিংসতার সাথে আন্দোলনকারীরা লিপ্ত হচ্ছেন না। অথচ কুমিল্লায় পুলিশ ও সন্ত্রাসীরা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে।
তারা বলেন, আমরা চাই অবিলম্বে কোটা সংস্কারের মাধ্যমে সকল ক্ষেত্রে মেধাবীদের সুযোগ করে দেওয়া হোক। দেশব্যাপী বাংলা ব্লকেডের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে সড়ক ব্লক করে রেখেছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন।