শ্যামনগরে কৃষকলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মুসাসহ আটক ৫

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে গাবুরা ইউনিয়নে চিংড়ি ঘের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা কৃষকলীগের নেতা আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে যশোর নড়াইল থেকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার রাত ২ টার দিকে শ্যামনগর থানার ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে যশোর নড়াইলের মুসার আত্মীয়ের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন,উপজেলার খোলপেটুয়া গ্রামের আফসার গাজীর ছেলে হত্যা মামলার প্রধান আসামি আবু মুসা (৩৫) ও তার দুই ভাই আব্দুস ছালাম ও জামাল উদ্দীন, মোজাম গাজীর ছেলে নজরুল ইসলাম ও রহিম গাজীর ছেলে জয়নাল ও এমান আলী।
মামলা সূত্রে জানা জায়, গাবুরা ইউনিয়নের চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা কৃষকলীগের নেতা আবুল কাশেমকে গত ৫ জুলাই রাতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম মুছা গাজীকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামিরা হত্যার পর থেকে পালাতক ছিলো। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নড়াইল থেকে আসামি মুসার আত্মীয়ের বাড়ি অভিযান চালিয়ে প্রধান আসামি আবু মুসাসহ পাঁচজনকে আটক করা হয়।