কালীগঞ্জে অফিসে না এসেও তিন বছর ধরে বেতন নিচ্ছেন মাদ্রাসার অফিস সহকারী

0

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গাজেম আলী মাদ্রাসার অফিস সহকারী হাসিবুল ইসলাম ৩ বছর অফিস না করে বেতন ভাতা উত্তোলন করে আসছেন।
জানা গেছে , ২০২০ সালের জানুয়ারি মাসে হাসিবুল ইসলাম মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর হিসাবে যোগদান করেন। এরপর এমপিও ভুক্তির আগ পর্যন্ত তিনি নিয়মিত অফিস করতেন। এমপিওভুক্ত হওয়ার পর অফিসে না এসে তিনি বেতন ভাতা উত্তোলন করতে থাকেন। হাসিবুল ইসলামের পিতা আলী হোসেন অপু ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কর্মস্থলে না গিয়ে রাজনীতিতে সময় দেন ।
এ ব্যাপারে মাদ্রাসার অফিস সহকারী হাসিবুল ইসলাম জানান, আমি রাজনীতি করি। এ কারণে খুব একটা মাদ্রাসায় যাওয়া হয় না । মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রবিউল ইসলাম বলেন, তিনি প্রথম দিকে ৬ মাস অফিস করেছেন। এরপর আসা বন্ধ করে দেন। আমি অনেক চেষ্টা করেও তাকে প্রতিষ্ঠানে আনতে পারিনি। শেষে তাকে নোটিশ দিয়েছি । তিনি তার জবাব দেননি।