শৈলকুপায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ রোববার সকাল থেকে দিনব্যাপী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া মনোহরপুরবাসী স্বেচ্ছায় ৫ কিলোমিটার সেচ খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। বৃষ্টি হলেই খালে পানি জমে বিজুলিয়া, দামুকদিয়া মনোহরপুর মাঠের ফসল তলিয়ে যেতো।এতে কৃষকের কয়েক কোটি টাকা ফসলের ক্ষতি হতো। সেজন্যে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর ডাকে ২ শতাধিক মানুষ স্বেচ্ছায় এই খালটি পানি নিষ্কাশনের জন্যে পরিষ্কার করে। এ ব্যাপারে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু জানান,এই খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টি ও খালের পানি মাঠে জমে জমিতে কৃষকের আবাদ করা ফসল ডুবে যায়। তাতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেজন্যেই এই খালটি স্বেচ্ছায় পরিষ্কার করা হয়।