শ্যামনগরে ঘের মালিককে কুপিয়ে হত্যা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে কাসেম আলী কাগুচী (৫০) নামে এক মৎস্য ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে খোলপেটুয়া গ্রামে নিজস্ব মৎস্য ঘেরে স্ত্রীকে হাত-পা বেঁধে দুর্বৃত্তরা এ নৃশংস হত্যাকা- চালায়। তিনি ওই গ্রামে নেছার কাগুচীর ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, দীর্ঘদিন ধরে কাসেম আলী কাগুচী ৩০ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের করে আসছিলেন। মৎস্য ঘের নিয়ে পাশের লোকমান গাজী নামে এক ব্যক্তির সাথে বিরোধ সৃষ্টি হয়। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে লোকমানের নির্দেশে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। লোকমান গাজী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পওই ঘেরকে কেন্দ্র করে ২০১৫ সালে শফিকুল নামে এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে ।