কেশবপুর উপজেলা চেয়ারম্যানের সম্মানীর টাকা দরিদ্রদের মাঝে বিতরণ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান নির্বাচনকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে সরকারের দেওয়া সম্মানী ভাতা তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবেন। সে ওয়াদা মোতাবেক তিনি প্রথম মাসের সম্মানী ভাতা ধর্মীয় প্রতিষ্ঠান ও অভাবি মানুষের মাঝে বিতরণ করেন।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সম্মানীর টাকা বিতরণ করেন। মধ্যকুল মাঝেরপাড়া মসজিদে ৫ হাজার, বগা জামে মসজিদ ৫ হাজার, গোপসানা মালোপাড়া মন্দিরে ৫ হাজার, দশকাহুনীয়া গ্রামের হতদরিদ্র রেশমা খাতুনকে ৩ হাজার ও বড় পাথরা গ্রামের আমিনুল ইসলামকে ২ হাজার টাকা দেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহীদুজ্জামান শহীদ প্রমুখ।