শ্যামনগরে গাবুরায় এক যুবকের আত্মহত্যা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগর উপজেলার গাবুরার সোরা গ্রামের হাসান (২৯) নামে এক যুবক ঘেরের বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন । শনিবার সকালে নিজ ঘেরের বাসায় গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সাতক্ষীরা প্রেরণ করেছে। তিনি ওই গ্রামের মুনসুর মালির ছেলে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।