পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পুলিশ ইনস্পেক্টর (অপারেশন) রঞ্জন কুমার গাইন, ডা. সঞ্জয় কুমার ম-ল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান রিপন কুমার ম-ল,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস,স্যানিটারি ইনস্পেক্টর উদয় কুমার ম-ল, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।