শৈলকুপায় ফোনে টাকা রিচার্জ নিয়ে কোন্দলে কুপিয়ে জখম

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় মোবাইল ফোনে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে এক সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে রোববার কবিরপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাতের শৈলকুপা উপজেলা সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।
আহত আলমগীর হোসেন বলেন, উপজেলার দেবতলা গ্রামের মেহেদী নামের এক ব্যক্তি আমার মোবাইল ফোনের দোকানে এসে ২০টাকার একটি রিচার্জ কার্ড নেয়। কার্ডের টাকা না দিয়ে চলে যাবার সময় তার সাথে বাকবিতন্ডা হয়। তাতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,আলমগীর হোসেনের ওপর হামলার ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেই সাথে ঘটনার সাথে যারা জড়িত তাদের আটক করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে।