শৈলকুপায় আ.লীগের দু পক্ষে আধিপত্যের সংঘর্ষ ও ভাঙচুর

0

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার শেখরা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ৩ ব্যক্তি আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিত্যনন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সাথে বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে শেখরা গ্রামে ফারুক বিশ্বাসের সমর্থক আহম্মদ ফকিরের সাথে চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস এর সমর্থক গফুর মোল্লার দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিরোধ চলে আসছিল। সেই ঘটনায় আজিবর,মজিবর,আমিরুলসহ উভয় গ্রুপের ১০টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস জানান, উপজেলা নির্বাচনের পর থেকে এই সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সমর্থকরা আমার লোকের ওপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। তারাই এই হামলা চালিয়ে আমার সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে। সাবেক চেয়ারম্যান ফারুক উদ্দিন বিশ্বাস জানান, মফিজ উদ্দিন বিশ্বাসের সমর্থকরা আমার লোকজনের ওপর প্রথমে আঘাত করে পরে উভয় গ্রুপের মধ্যে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে । এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান আমি সংবাদ পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করেছি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।