এইচএসসি : যশোর বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৩২৮ জন, বহিষ্কার ১

0

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষার প্রথম দিনে যশোর শিক্ষাবোর্ডে ১ হাজার ৩২৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া পরীক্ষায় শৃঙ্খলা ও নিয়মভঙ্গের অভিযোগে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এই্চএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৪। এরমধ্যে রোববার বাংলা প্রথম পত্রে অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ১২৬ শিক্ষার্থী। অনুপস্থিত ছিলো এক হাজার ৩২৮ শিক্ষার্থী। খুলনা বিভাগের ১০টি জেলায় ২৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন সাতক্ষীরা ২৫১ নং কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। যার রোল নং৬৭৫৮০২ বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিনের পরীক্ষায় সবচেয়ে বেশি উপস্থিতির সংখ্যা ছিলো খুলনা জেলায়। এ জেলার মোট ৪৩টি কেন্দ্রে ২১ হাজার ৭৯ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২৫৮ জন। এরপর রয়েছে ঝিনাইদহ জেলা। ২৬টি কেন্দ্রের ১৪ হাজার ৫৪ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৯৮ শিক্ষার্থী। এছাড়া যশোর জেলার ৪৬টি কেন্দ্রে ১৭ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন, সাতক্ষীরার ২৩ কেন্দ্রে ১২ হাজার ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন, কুষ্টিয়ায় ২২ কেন্দ্রে ১৩ হাজার ৭৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৬ জন, চুয়াডাঙ্গায় ১২টি কেন্দ্রে ৬ হাজার ৩১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১০৪ জন, বাগেরহাটে ২০ কেন্দ্রের ৭ হাজার ৮জন শিক্ষার্থীর মধ্যে ৯৩ জন, মেহেরপুরে ৭ কেন্দ্রে ৩ হাজার ৭৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন, নড়াইলে ১১ কেন্দ্রে ৪ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩ জন ও মাগুরা জেলার ২০ কেন্দ্রে ৫ হাজার ৮২১ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জন অনুপস্থিত ছিলো। বোর্ডের অধীনে মোট অনুপস্থিতির হার ১ দশমিক ২৫ বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষাকে সুষ্ঠু করতে বোর্ডের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা ছিলো বলে তিনি জানান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ব স্ব জেলার জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করেন বলে তিনি জানান।