সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরার আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেেজ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ন-আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক ইদ্রিস আলী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডা. সুশান্ত ঘোষ, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলনের সহকারী পরিচালক জি. এম মনিরুজ্জামান, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী প্রমুখ।