যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে খুলনা বিভাগের নারী প্রধান শিক্ষকদের সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের নবাগত চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে সংবর্ধনা দিয়েছেন খুলনা বিভাগের নারী প্রধান শিক্ষকবৃন্দ। শনিবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত সাতক্ষীরা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যতগুলো পেশা আছে তার মধ্যে সব থেকে শিক্ষকতা পেশা মহান। দুঃখ জনক হলেও সত্য পেশাটি আগের স্থানে নেই। তবে শিক্ষকতা পেশা সম্মানের দিক থেকে সবচেয়ে বেশি স্বীকৃত। সেই শিক্ষকতা পেশায় দিন দিন নারীদের অংশ গ্রহণ বাড়ছে। নারীদের ভয় পাওয়ার কিছু নেই, প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। ভয়কে জয় করে নারীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে খুলনা জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের উপ সহকারী প্রকৌশলী কামাল হোসেন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, খুলনার সুলতানা হামিদ আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, কুষ্টিয়ার সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা আক্তার, ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সামাওয়াত, যশোর শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, মাগুরার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জিন্নাত আরা, মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন প্রমুখ।
এর আগে খুলনা বিভাগের নারী প্রধান শিক্ষকরা নবাগত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় মঞ্চের উপস্থিত অন্যান্য অতিথিদের উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। পরে খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন।
,