পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যশোর সরকারি সিটি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে শুরু ভোট গ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। আট হাজার ২৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল শনিবার যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন অফিসে সকাল ৮ টা থেকে ভোট গণনা করা হবে।
এবারের নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে মোট ৬১ জন নেতৃত্ব প্রত্যাশী ভোট যুদ্ধে নেমেছেন। এর মধ্যে সভাপতি পদে সাবেক সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, বর্তমান সহসভাপতি শাহেদ হোসেন জনি ও বর্তমান সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু লড়ছেন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মোর্ত্তজা হোসেন ও ইমান আলী। এছাড়া তিনটি সহসভাপতি পদের বিপরীতে সাতজন, একটি যুগ্ম-সম্পাদক পদের বিপরীতে দুইজন, দুটি সহসম্পাদক পদের বিপরীতে সাতজন, একটি সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে দুইজন, একটি প্রচার সম্পাদক পদের বিপরীতে পাঁচজন , একটি কোষাধ্যক্ষ পদের বিপরীতে তিনজন এবং ছয়টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।