যশোরের সমাবেশ সফলে জেলা বিএনপির যৌথসভা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩ জুুলাই বুধবার বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যশোর জেলা বিএনপি সমাবেশ করবে। সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. মুছা, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আঞ্জুরুল হক খোকন, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবলু হাসান জহির, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম প্রমুখ।
এদিকে জেলা বিএনপি কার্যালয়ে একই বিষয় জেলা ছাত্রদলের পৃথক একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভা জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ।