ঝিকরগাছায় বিএনপি নেতা রুস্তম আলীর ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ডের (মল্লিকপুর-ঝাউদিয়া) সাবেক মেম্বার রুস্তম আলী (৭০) শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিন বাদ আসর লাউজানী হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে মল্লিকপুর (পশ্চিমপাড়া) গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান। এ সময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, মরহুমের মেঝো ছেলে রাসেল হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, মল্লিকপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম,
আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন সুজন, রাশিদুল মোমিন সুজন, আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, মাওলানা ইমদাদুল হক, হাফেজ শাকিল আহমেদ, হাফেজ মাহফুজর রহমান, হাফেজ আশরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের মুসল্লিবৃন্দ।