ঝিনাইদহে ফলাফল বাতিলের দাবিতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল ও ভোটের গেজেট স্থগিত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।
শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় পৌরসভার সাবেক কমিশনার জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মিলন হোসেন, ইউপি সদস্য বদরুল হাসান ও শেখ সেলিমসহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট পোল হয়েছে ১ লাখ ৫হাজার ৫৫৮ ভোট। কিন্তু সকল প্রার্থীর বৈধ ও অবৈধ ভোট যোগ করে দেখা যায় পোলকৃত ভোটের থেকে ৩ হাজার ৩৯৮ ভোট বেশি হয়ে দাঁড়ায় ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোটে।
তিনি অভিযোগ করেন, জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষণা করেন। এমনকি নির্বাচন কর্মকর্তারা যে ৩টি রেজাল্ট শিট তৈরি করেন, তাতেও ফলাফলের অসংগতি রয়েছে। এমন অনিয়মে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।
সংবাদ সম্মেলন শেষে অবৈধ ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের দাবিতে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, রেজাল্ট শিটে ভুল হতেই পারে সেটা আমরা পরে সংশোধন করেছি। তবে ফলাফল ঘোষণা সঠিক আছে। উল্লেখ্য গত ৮ এপ্রিল প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হয়।