শোক ও গৌরবের ভাষার মাস

0

মাসুদ রানা বাবু ॥ আজ ১৪ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এইদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের রাজপথ। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয়সহ ঘরে ঘরে স্লোগান ওঠে রাষ্ট্রভাষা বাংলা চাই। এর সাথে সংবাদপত্রগুলোতে বাংলা ভাষার মর্যাদা আদায়ে প্রতিবেদন প্রকাশ পেতে থাকে। এতে ভাষার জন্যে মানুষের সংগ্রাম অনেক জোরদার হয়ে ওঠে। সামনের দিকে এগিয়ে যেতে থাকে সর্বদলীয়
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আন্দোলন। আর এতে ভীত হয়ে পড়েন পাকিস্তানি শাসকরা। তারা আন্দোলনকে দমিয়ে রাখতে নতুন ষড়যন্ত্রের সূত্রপাত ঘটান বায়ান্নর এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠী সংবাদপত্রে ওপর নগ্ন হস্তক্ষেপ করে। সরকারের বিরুদ্ধে এবং বাংলা ভাষার পক্ষে নিবন্ধ প্রকাশের অভিযোগে পাকিস্তান অবজারভারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।