যশোরে জেলা ক্রীড়া সংস্থার মেয়াদ আর ২০ দিন, নির্বাচনের কার্যক্রম শুরু হয়নি

0

মাসুদ রানা বাবু ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার (জেডিএস) বর্তমান নির্বাহী পরিষদের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে এলেও নির্বাচনী কোনো কার্যক্রম চোখে পড়েনি ক্রীড়া সংগঠকদের। নির্বাচন কমিশন গঠন, কিংবা কাউন্সিলর নির্বাচন কোনো কিছু করা হয়নি। সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের একাধিক নেতৃবৃন্দ জানান, আগামী ২২ ফেব্রুয়ারি জেলা ক্রীড়া সংস্থার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে।
গঠনতন্ত্রে বলা আছে কার্যনিবাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন আগে জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী পরিষদ গঠনের লক্ষ্যে আলোচ্যসূচিতে নির্বাচন কমিশনার নিয়োগ বিষয় উল্লেখ করে বাধ্যতামূলক সভা আহ্বান করতে হবে। কার্যনির্বাহী পরিষদের সভায় সংশ্লিষ্ট জেলা কর্মরত একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করবেন। নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্তির সর্বোচ্চ ৭ দিনের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করবেন।
একই সাথে বলা আছে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে ৯০ দিন আগে আলোচ্যসূচিতে কাউন্সিলর নির্ধারণের বিষয় উল্লেখ করে সভা আহ্বান করতে হবে। কার্যনির্বাহী পরিষদের কাউন্সিলর নির্ধারণী সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের মধ্যে সাধারণ সম্পাদক গঠনতন্ত্র মোতাবেক ক্লাব/সমিতি/ প্রতিষ্ঠানসমূহের কাউন্সিলর মনোনয়নের জন্য ১৫ দিনের নোটিশে প্রতিনিধির নাম আহ্বান করবেন। প্রাপ্ত প্রতিনিধির নামের তালিকা নির্বাচন কমিশন গঠনের সাথে সাথেই নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করবেন।
বক্সিং বডি বিল্ডিং অ্যাথলেট ক্লাবের সাধারণ সম্পাদক মাহাতাব নাসির পলাশ বলেন, জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনিবাহী পরিষদের নেতৃবৃন্দগত কয়েকদিন আমাকে কাউন্সিলর চেয়ে নোটিশ পাঠাবেন এমনটি মৌখিক ভাবে বলেছিলেন। কিন্তু এ বিষয় আমাকে লিখিত ভাবে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের, প্রান্তিক ক্রীড়া চক্রের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, শেখহাটি মান্নান ইসহাক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান কবিরসহ বিভিন্ন ক্লাব কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারাও একই কথা বলেন, কাউন্সিলর চেয়ে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সহ-সভাপতি এ জেড এম সালেক বৃহস্পতিবার বলেন, আগামী নির্বাচনের বিষয় গতকাল পর্যন্ত আমার চোখে দৃশ্যমান কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি। গত ডিসেম্বর মাসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন সংক্রান্ত আলোচনা হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ওই সভায় বলেছিলেন, জাতীয় নির্বাচনের পরে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির বলেন, গঠনতন্ত্র মোতাবেক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে জেলা প্রশাসককে প্রদান করেছি। বাকি যা করার উনি করবেন। তবে উনি নির্বাচন কমিশনার গঠন করেছেন কিনা আমার জানা নেই।
এ বিষয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন বলেন, কাউন্সিলর গঠনের পুরো প্রক্রিয়া সাধারণ সম্পাদক জেলা প্রশাসক তথা সভাপতিকে অবহিত করবেন। তারপর সভাপতি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এই মুহূর্তে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের কার্যক্রমের বিষয় আমার কাছে কোনো তথ্য নেই।
এ বিষয় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি ফিরতি বার্তা দেননি।
উল্লেখ্য ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যশোর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনির্বাহী কমিটির চার বছর মেয়াদী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই মাসের ২২ তারিখ নির্বাচিত প্রতিনিধিগণ দায়িত্ব গ্রহণ করেন।