১ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক॥ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ১ রানে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করে ১১৪ রান। জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে করেছে ১১৩ রান। অর্থ্যাৎ ১ রানে জিতেছে বাংলাদেশ।
এই ম্যাচে জয় নিয়ে সিরিজের তিন ম্যাচের সবকটিতে জিতে পুরো ৬ পয়েন্ট নিজেদের থলিতে পুরেছে বাংলাদেশ। টেবিলের দুইয়ে থাকা লঙ্কানদের পয়েন্ট ১। তিন ম্যাচের দুটিতে হেরেছে তারা। আর বৃষ্টির কারণে বাকি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে লঙ্কানদের থলিতে আছে ১ পয়েন্ট।
তালিকার তৃতীয় নম্বরে থাকা পাকিস্তানের পয়্ন্টেও ১। দুই ম্যাচের একটিতে তারা হেরেছে। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আগামী ৩০ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ওই ম্যাচে যে দলই জিতুক; বাংলাদেশই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত ফিফটি করেন রাবেয়া। ৪০ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৪৬ বলে ৩১ রান করেন আফিয়া আশিমা ইরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩০ রান করেন দেউমি বিহাঙ্কা উইজেরত্নে। ২৬ বলে ২৬ রান করেন ভিশমি গুনারত্মা।