আদালতের নির্দেশে যুবদল নেতা আমিনুর রহমান মধুকে বিএসএমএমইউতে ভর্তি

0

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের নির্দেশে আলোচিত যশোর জেলা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান মধুকে উন্নত চিকিৎসার জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। ৯ ডিসেম্বর রাতে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। দৈনিক লোকসমাজকে বিষয়টি নিশ্চিত করেন যুবদল নেতা আমিনুর রহমান মধুর স্ত্রী নাহিদা সুলতানা লাবনী।
তিনি জানান, গেল শনিবার বিকেল ৩ টার দিকে ডান্ডাবেড়ি ছাড়াই হাতকড়া পরানো অবস্থায় তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্যে অ্যাম্বুলেন্সে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাত ৮ টার দিকে আমিনুর রহমান মধুকে বহনকারী অ্যাম্বুলেন্স কেরানীগঞ্জ কারাগারে পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া শেষ করার পর রাতেই তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্তা¡বধানে আছেন।
গত ১২ নভেম্বর (রোববার) যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় আমিনুর রহমান মধু হৃদরোগে আক্রান্ত হন। কারাগার থেকে তার দুই পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে ও হাতকড়া লাগিয়ে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।
পরদিন ১৩ নভেম্বর ( সোমবার) কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। ডান্ডাবেড়ি ও হাতকড়া লাগানো অস্থায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ২৭ নভেম্বর ( সোমবার) প্রথমে দৈনিক লোকসমাজ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোনার ঝড় ওঠে।
এরপর ২৯ নভেম্বর (বুধবার) বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ জে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরে ৩ ডিসেম্বর( রোববার) আমিনুর রহমান মধুকে ডান্ডাবেড়ি পড়িয়ে চিকিৎসা দেয়ার বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট করেন তার স্ত্রী নাহিদা সুলতানা লাবনী। পরদিন সোমবার আদালত যুবদল নেতা মো. আমিনুর রহমান মধুকে ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সাথে আদালত তাকে ১০ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেন।