তরিকুল ইসলামের বাসভবনে হামলার নিন্দা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রয়াত তরিকুল ইসলাম যশোর তথা দক্ষিণাঞ্চলের মানুষের আবেগের জায়গা। তার বাসভবনে হামলা মানে সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের আবেগ ও অনুভুতির ওপর আঘাত হানা। তার কনিষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত আজ নিজ যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, সাহসিকতার মাধ্যমে ইতোমধ্যেই কেবল যশোর নয়, সমগ্র খুলনা বিভাগের গণতন্ত্রকামী জনতার কন্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন । এভাবে রাতের আঁধারে তার বাসভবনে হামলা চালিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে চলমান দেশ রক্ষার আন্দোলন থেকে সরানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর তথা খুলনা বিভাগ থেকেই ফ্যাসিবাদের পতনঘন্টা বাজবে ইনশা আল্লাহ।