আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

0

লোকসমাজ ডেস্ক॥ চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে আহত হওয়া পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (১৯ অক্টোবর) শনিবার বিকালে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী গুলিস্তানে কয়েকজন আহত পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়ার কথা জানান।

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীতে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি পথশিশুরাও রাজপথে নেমেছিল। তারা ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে অংশ নেয় এবং পুলিশের গুলিতে আহত হয়। আহত শিশুদের মধ্যে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টি উল্লেখযোগ্য। এদের চিকিৎসার ব্যবস্থা করে বিএনপি পরিবার।

সুমনসহ অন্যান্য পথশিশুদের চিকিৎসা ও খোঁজখবর রাখার দায়িত্ব নেয়া হয়েছে, আর সুমনকে একটি মোবাইল ফোনও দেয়া হয়েছে যাতে যোগাযোগ রাখা যায়।

এই সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বেশ কয়েকজন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।