যশোরে হরতালের সমর্থনে বিভিন্ন সড়কে বিএনপির বিক্ষোভ মিছিল

0

 

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগ, এক তরফা নির্বাচনের তফসিল বাতিল ও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত তান্ডবের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ। বিএনপির ডাকে হরতালে দ্বিতীয় দিনেও সর্বত্র দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তারা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেন।
এদিকে কর্মসূচিকে ঘিরে রোববার রাত ভোর এবং সোমবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দলের ২০ জন নেতাকর্মীকে আটক করে। বিএনপির ডাকে হরতালের দ্বিতীয় দিনেও শহরের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন। সেই সাথে জেলার সব রুটে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।
সোমবার সকালে নগর বিএনপি শহরের মুজিব সড়কে মিছিল করে।

জেলা যুবদল শহরের এইচ এম এম রোড,ঈদগাহ মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল স্লোগান অব্যাহত রাখে। জেলা স্বেচ্ছাসেবক দল আর এন রোড এলাকায় মিছিল করে। যশোর-ঝিনাইদহ মহাসড়কে জেলা ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল করে। যশোর-মাগুরা মহাসড়কে কাশিমপুর ইউনিয়ন বিএনপি মিছিল করে। রোববার রাতেও মুক্তিকামী জনতা জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে মশাল মিছিল করে।
এদিকে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে। কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমানের বড় ভাই শিমুল হাসানকে আওয়ামী সন্ত্রাসীরা ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। এছাড়া ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন যুবদল নেতার নয়ন হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে।
এদিকে যশোর হরতালের দ্বিতীয় দিনেও যশোর শহরের অভিজাত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই সাথে জেলার সকল সড়ক-মহাসড়কে যাত্রী ও পণ্যাবাহী যান চলাচল বন্ধ ছিল।