চুয়াডাঙ্গায় দু প্রতিষ্ঠানকে জরিমানা

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে। সোমবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় এ অভিযান চলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আন্দুলবাড়ীয়া বাজারের শিমুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ও মানবদেহের জন্যে ক্ষতিকর ইন্ড্রাস্টিয়াল রঙ ও লবণ ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানটির মালিক শিমুল খানকে ৫০ হাজার টাকা ও অপর প্রতিষ্ঠান মেসার্স সিনহা ফুড ফ্যাক্টরির মালিক হাফিজুর ইসলামকে একই অপরাধে ১০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্ট আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।