চৌগাছার কৃতী সন্তান রাজ লন্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে প্রথম বিভাগে প্রথম

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার কৃতী সন্তান লন্ডন প্রবাসী হাসান মাহমুদ রাজ লন্ডন বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার গৌরব অর্জন করেছেন। গত শরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। তার এই অভাবনীয় সাফল্যে বাংলাদেশে পিতা- মাসহ পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। অভিনন্দন জানিয়েছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও চৌগাছার গণমাধ্যম কর্মীরা।
চৌগাছার থানাপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ ও মা প্রতিভা এডাস স্কুলের ইনচার্জ রোজী মাহমুদের একমাত্র ছেলে হাসান মাহমুদ রাজ। শিক্ষার্থী ভিসায় ২০০৯ সালে তিনি লন্ডনে যান। সেখানে পড়ালেখা শেষ করে চাকরি করার পাশাপাশি লন্ডনের নাগরিকত্বের জন্যে আবেদন করে সফল হন। বর্তমানে তিনি লন্ডনের একটি প্রতিষ্ঠানে টেকনোলোজি প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি সর্বোচ্চ ডিগ্রি অর্জনে লেখাপড়া অব্যাহত রাখেন। লন্ডন সাফক বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। গত ১৪ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ মি. হেলিন ই ল্যাংলোনের নিকট হতে হাসান মাহমুদ রাজ সনদ গ্রহণ করেন।