যশোরে কর্মবিরতিতে গিয়ে ইন্টার্ন নার্সদের আল্টিমেটাম

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ভাতা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা।  মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেনারেল হাসপাতাল চত্বওে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন চলাকালে ইন্টার্ন নার্সরা বলেন, আমাদের মর্নিং, ইভনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। অথচ হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা মাসে লাগে। ইন্টার্ন ভাতা না পাওয়ায় নি¤œমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। তাছাড়া পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা আনাটাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালে কোনও ভাতা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনও সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা জানান।