আলমডাঙ্গায় আওয়ামী লীগের গণসমাবেশ অনুষ্ঠিত

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ।

এসময় তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীক চাইবো। কিন্তু আমার শ্লোগান হলো একটাই ‘আমার মার্কা নৌকা মার্কা, নৌকা যার আমি তার’। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার কাঙ্খিত উন্নয়ন হয়নি।
জেলা আওয়ামী লীগ নেতা এবং ভাংবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে  ও জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম,জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।