যশোর জেলা পরিষদ ভবনের সামনে জায়গা দখল করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পলায়ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিষদের সামনের জায়গায় জোর করে দোকানঘর নির্মাণ করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পালিয়ে গেছেন দখলদাররা।  সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন মঞ্জু জানান, তাদের জেলা পরিষদের দোতলা ভবনের সামনের ফাঁকা জায়গা ৪৮ জনকে বৈধভাবে বরাদ্দ দেওয়া হয়েছে দোকানঘর নির্মাণের জন্য। ইতোমধ্যে তারা সীমনা প্রাচীর নির্মাণ করেছেন। সীমানা প্রাচীর নির্মাণের কারণে এক পাশের দোকানঘর মালিকদের সাময়িক উঠিয়ে দিতে হয়েছিলো। বৈধ ওই মালিকেরা ফের দোকানঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কতিপয় ব্যক্তি বাঁশের খুঁটি এবং কাঠের তক্তা এনে জোরপূর্বক সেখানে দোকানঘর নির্মাণের চেষ্টা চালান। এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে তাদের সাথে খারাপ আচারণ করতে থাকেন অবৈধ দখলদাররা। ফলে তারা পুলিশকে খবর দিতে বাধ্য হন। বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ঘটনাস্থলে এলে পালিয়ে যান অবৈধ দখলদাররা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখলের চেষ্টাকারীরা একজন পৌর কাউন্সিলরের লোক হিসেবে পরিচিত। তারা ১২টি দোকানঘর নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ছাড়াও কোতয়ালি থানা ও ডিবি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় অবৈধ দখলদাররা পালিয়ে যান।