ঝিকরগাছা পৌরসভার বাজেট ঘোষণা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১৩১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৮০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে পৌর মেয়রের অফিস কক্ষে মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল নতুন কোনও করারোপ ছাড়াই এই বাজেট ঘোষণা করেন। নতুন এই বাজেটের আয় এবং ব্যয় সমান ধরা হয়েছে। বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৭ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন খাতে সম্ভাব্য প্রাপ্ত আয় ১২৩ কোটি ৭৩ লাখ টাকা। প্রারম্ভিক জের ১৪ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা মিলিয়ে মোট বাজেট আয় দেখানো হয়েছে ১৩১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা। এই টাকার মধ্যে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে, ৭ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৭১২ টাকা, উন্নয়ন ব্যয় ১২৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। সমাপ্তি জের ৫ লাখ ৪১ হাজার ৮৮ টাকা দেখিয়ে মোট বাজেট ব্যয় দেখানো হয়েছে ১৩১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা। পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরার সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।